Saturday, September 9, 2017

জেনে নিন ফ্রিল্যান্সিং সম্পর্কিত কিছু প্রশ্নের উত্তর

প্রশ্নঃ ফ্রিল্যান্সিং কি?
উত্তরঃ ফ্রিল্যান্সিং মানে হল স্বাধীন বা মুক্তভাবে কাজ করা। অর্থাৎ ঘরে বসে কম্পিউটার ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে অন্যের কাজ করাই হল ফ্রিল্যান্সিং
প্রশ্নঃ অ্যাডসেন্সে বা গুগল অ্যাডসেন্সে কি?
উত্তরঃ অ্যাডসেন্সে হল বিশ্বের সব চাইতে বড় অ্যাডভার্টটাইজিং নেটওয়ার্ক যেখান থেকে আপনি অ্যাড নিয়ে আপানার ব্লগ বা ওয়েবসাইটে বসিয়ে টাকা উপার্জন করতে পারেন।
প্রশ্নঃ ব্লগ কি?
উত্তরঃ ব্লগ গুগল এর একটি সেবা যা আপনি একটি জিমেইল দিয়ে ফ্রীতে তৈরি করতে পারেন আবার চাইলে ডোমেইন ও হোস্টিং কিনে ও তৈরি করতে পারেন।
প্রশ্নঃ ওয়েবডিজাইন কি?
উত্তরঃ ওয়েবডিজাইন হল একটি ব্লগ বা ওয়েবসাইট দেখতে কেমন হবে তা, যেমন ওয়েবসাইট এর হেডার কেমন হবে,মেনু কেমন দেখাবে, সাইডবার কিরুপ হবে, ফুটার এর ডিজাইন কেমন হবে এইসব।
প্রশ্নঃ গ্রাফিক্স ডিজাইন কি?
উত্তরঃ গ্রাফিক্স ডিজাইন হল একটি ক্রিয়েটিভ প্রসেস
যেখানে মনের ভাব,চিন্তা,চেতনা,কিছু প্রয়োজনীয় তথ্য,এবং কালার এর সমষ্টিকে আর্ট ও টেকনোলজির মাধ্যমে প্রকাশ করা হয়। যেমন ধরুন একটি কোম্পানির লোগো এর মাধ্যমে কোম্পানির বিষয়বস্তু, বর্ননা, কোম্পানির কাজ ইত্যদি প্রকাশ করা হয়।প্রশ্নঃ ফেইসবুক মার্কেটিং কি?
উত্তরঃ ফেইসবুক মার্কেটিং হল ফেইসবুক গ্রুপ বা ফ্যান পেইজ এর মাধ্যমে ব্লগ বা ওয়েবসাইট এর লিংক বা কন্টেন্ট পোস্ট করে ব্লগ বা ওয়েবসাইট এ ভিজিটর নিয়ে যাওয়া অথবা ইকমার্স সাইট এর প্রোডাক্ট প্রচার করা।
প্রশ্নঃ পিটিসি বলতে কি বুঝানো হয়?
উত্তরঃ পিটিসি মানে হল পে পার ক্লিক অথার্ত ক্লিক করে আয় করা।অনেক বিশ্বস্ত পিটিসি সাইট আছে যারা পেমেন্ট করে থাকে যেমন NeuBux,ClixSense,Ojooo etc.

প্রশ্নঃ ডোমেইন ও হোস্টিং কি?
উত্তরঃ ডোমেইন হল ব্লগ বা ওয়েবসাইট এর নাম যার মাধ্যমে ব্লগ বা ওয়েবসাইট কে চেনা যায় যেমন https://careerlesson.blogspot.com , https://www.career-bd.com এই গুলো হল ডোমেইন। আর হোস্টিং হল জায়গা যেখানে ব্লগ বা ওয়েবসাইট এর কন্টেন্ট,ছবি ও অন্যন্য ইনফরমেশন থাকে।

প্রশ্নঃ ওয়ার্ডপ্রেস কি?

উত্তরঃ ওয়ার্ডপ্রেস হল এক ধরনের সফটওয়্যার বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যা দিয়ে আপনি কোন প্রকার কোডিং ছাড়াই সুন্দর একটি ব্লগ বা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারেন। আপনারা অনেকেই মোবাইল বা কম্পিউটারে বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকেন এবং এই জন্য কোন প্রকার কোডিং এর প্রয়োজন হয় না, ওয়ার্ডপ্রেস ও অনেকটা এই রকম (তবে কিছুটা পার্থক্য আছে) এবং সাধারন সফটওয়্যার এর তূনায় কিছুটা ভিন্ন । 

No comments:

SEO (Search engine optimization) এর A to Z - part 14

কিভাবে আপনি কার্যকারি Title Tag লিখবেন: এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট আপনার ওয়েবসাইটের এর জন্য। কারন আগেই বলেছি এটাই আপনার পোস্টের এবং...

Career