Saturday, September 9, 2017

ওয়েবডিজাইন

ওয়েবডিজাইন কি এবং কেন শিখবেন ? কি কি লাগবে ? কিভাবে কাজ শুরু করবেন? কোথায় কাজ করবেন?


ওয়েবডিজাইন হল একটা ওয়েবসাইট বা একটা ব্লগসাইট দেখতে কেমন হবে তা। আর একজন ওয়েবডিজাইনার এর কাজই হল একটা ওয়েবসাইট দেখতে কেমন হবে তা ঠিক করা মানে ওয়েবসাইট এর টেম্পলেট বানানো।ডিজাইনার হিসাবে আপানাকে টিক করতে হবে ওয়েবসাইট এর মেনু কোথায় থাকবে,ওয়েবসাইট এর সাইট বার থাকবে কি না,নিচের দিকে কি থাকবে,হেডার কেমন হবে ইত্যাদি। এক কথায় ওয়েবডিজাইনারের কাজ হল ওয়েবসাইট এ কি থাকবে এটা না দেখে ওয়েবসাইট টা দেখতে কেমন হবে তা ঠিক করা।
কেন শিখবেন ওয়েবডিজাইন?
ওয়েবডিজাইনের চাহিদা দিন দিন বেড়েই চলেছে এবং দিন যত যাবে এর চাহিদা বাড়বে ছাড়া কমবে না। চিন্তা কারুন তো পৃথিবিতে কোটি কোটি ওয়েবসাইট আছে এবং এই সাইটগুলো ডেভলাপ করার আগে ওয়েবডিজাইনার দিয়ে ডিজাইন করাতে হয়েছে। আজকাল এমন কোনো প্রতিস্টান খুজে পাওয়া যাবে না যাদের একটা ওয়েবসাইট নেই। তাই ওয়েবসাইটের চাহিদা যেহেতু দিনের পর দিন বেড়েই
চলেছে তাই ডিজাইনারদের কাজ ও বেড়ে চলেছে এবং তা বাড়তেই থাকবে।তাই ওয়েবডিজাইন কে নিজের পেশা হিসেবে বেছে নিয়ে আপানি হতে পারেন একজন সফল ডিজাইনার এবং মাসে ৪০০০০-৭০০০০ হাজার টাকা খুব সহজে ইনকাম করতে পারেন।


কি কি লাগবে ওয়েবডিজাইন শিখার জন্য?
ওয়েবডিজাইন এর জন্য মূলত কয়েক ধরনের ল্যাঙ্গুয়েজ ও স্ক্রিপ্ট ব্যাবহার করা হয় যেমন এইচ টি এম এল (HTML), সিএসএস (CSS), জাভাস্ক্রিপ্ট (Javascript) এবং জেকুরি (jQuery).
এইচ টি এম এল(HTML):এইচ টি এম এল হল Hypertext Markup Language বা মার্কআপ ভাষা। একটা ওয়েবসাইট এ ভিউয়াররা যা দেখতে পায় সবই এই HTML দিয়ে করা হয়।এই ল্যাঙ্গুয়েজটি যে কেউ খুব সহজে কোনো প্রোগ্রামিং ছাড়াই শিখে নিতে পারে । ইউটিউব এ ‍HTMLএর অনেক টিউটরিয়েল রয়েছে।
সি এস এস(CSS): সি এস এস ও এক ধরনের মার্ক আপ ল্যাঙ্গুয়েজ ।এইচ টি এম এল দ্বারা লেখা কন্টেন্ট ব্রাউজারে কেমন দেখাবে, ফন্ট কেমন হবে কালার কি হবে, ব্যাকগ্রাউন্ড কেমন হবে,ছবিগুলু কেমন হবে ইত্যাদি।
জাভাস্ক্রিপ্ট (Javascript) এবং জেকুরি (jQuery):এইগুলু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর মত কাজ করে এবং এই গুলু ব্যাবহার করে একটা ওয়েবসাইট কে অনেক ইন্টারেক্টিভ করা যায়।
কিভাবে কাজ শুরু করবেন?

এই ধরনের কাজ করার জন্য প্রথমে আপানাকে ওয়েবডিজাইনের কাজ শিখে নিতে হবে।এই কাজ গুলো আপানি শিখতে পারেন ইউটিউব বা ভিবিন্ন ওয়েবসাইট থেকে কারন ইউটিউব এ এর হাজারো টিউটরিয়াল রয়েছে।
কোথায় কাজ করবেন?
এই সব কাজ করার জন্য ভিবিন্ন ফ্রিল্যান্সিং ্মার্কেট রয়েছে যেমন (upwork ,fiverr etc). একজন সাধারণ মানের ফ্রিল্যান্সআর ঘনটায় ২-৩ ডলার নিয়ে কাজ করে থাকেন, কিন্তূ একজন প্রফেশনাল ওয়েবডিজাইনার ঘণ্টয় ১০-১৫ ডলার নিয়ে কাজ করে থাকেন। আর মার্কেটে এই সব কাজের প্রচুর চাহিদা র‍য়েছে। তাহালে বুজতেই পারছেন ওয়েবডিজাইনার হতে পারলে কি পরিমান টাকা উপার্জন করতে পারবেন। পরিশেষে বলব দেরি না করে এখনি ওয়েবডিজাইনের কাজ শুরু করে দি্ল,ভাল ভাবে কাজ শিখুন তাহালে কিছু দিনের মধ্যে সফল হবেন ইনশাল্লাহ।

No comments:

SEO (Search engine optimization) এর A to Z - part 14

কিভাবে আপনি কার্যকারি Title Tag লিখবেন: এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট আপনার ওয়েবসাইটের এর জন্য। কারন আগেই বলেছি এটাই আপনার পোস্টের এবং...

Career